Ak Rohossyo Golpo (completed) - অধ্যায় ৪
Part IV
তারপর শুরু করতে যাবার আগেই তমাল প্রশ্নও করলো… একটা কথা আগে জিজ্ঞেস করি… তোমাদের বাড়ির বাইরেটায়.. মানে সামনে বা চারপাশের টিইব লাইট গুলো জ্বলচ্ছে না কেন?
কুন্তলা বলল… এটাও একটা রহস্য তমালদা. যেদিন থেকে এই উপদ্রব শুরু হয়েছে সেদিন থেকেই সন্ধার পরে টিইব লাইট গুলো জ্বেলে না. সকালে আবার সব ঠিক ঠাক. তখন সুইচ দিলেই জ্বলে ওঠে. কিন্তু সন্ধে বেলা থেকে ভোর পর্যন্ত ওগুলো জ্বলে না.
তমাল বলল… ইলেক্ট্রীশিয়ান দেখাওনি?
কুন্তলা বলল.. হ্যাঁ দেখিয়েছি তো… তারা কোনো ফ্যল্ট পায়নি. বলল… হয়তো কোনো কারণে ভোল্টেজ ড্রপ করছে… তাই জ্বলচ্ছে না.
তমাল ভুরু কুঁচকে শুনতে শুনতে বলল… হুমম. তারপর বলল… ঠিক আছে… এবার বলো.
কুন্তলা বলতে শুরু করলো… সবাই সোফাতে গা এলিয়ে দিয়ে মনোযোগ দিলো শোনাতে. বাড়িটা আমার শ্বশুড় মোসাই এর বাবা তৈরী করেছিলেন. তখন জায়গাটা আরও নির্জন ছিল. এখন দ্রুত চারপাশটা জমজমাট হয়ে উঠছে. শ্বাশুড়ি মা আমার স্বামীর ছোটবেলাতেই মারা গেছেন. বছর তিনেক হলো শ্বশুড় মোসাইও গপ হয়েছেন. সামনে ফুলের বাগানটা শ্বশুড় মোসাই এর প্রাণ ছিল. আর পিছনে বিশাল একট জায়গা ফাঁকা পড়ে আছে.
আগে গাছপালা আর জঙ্গল ছিল. অল্প কিছুদিন হলো ইদ্রনীল… মানে আমার স্বামী.. সেগুলো সাফ করিয়ে ঘাস লাগিয়ে সুন্দর করে তুলেছে. ও এলে বিকলে আমরা ওখানেই কাটায়… বাড়ি তে লোক বলতে দোতলায় আমি আর কুহেলি থাকি. লক্ষ্য করেছ নিশ্চয় বাড়িটা একটু থার্ড ব্র্যাকেটের মতো. সিড়ি দিয়ে উঠে একদম ডান দিকের ঘরটা গেস্ট রূম. এই রূম থেকে পিছনের বাগানটা দেখা যায় না.
তার পাশের ঘরটা হলো কুহেলির. তার পাশেই এই ঘরটা… মানে ড্রযিংগ রূম… যেটা তে আমরা এখন বসে আছি. কুহেলির ঘর আর এই ঘরের জানালা থেকে বাগানটা পরিস্কার দেখা যায়. আর একদম শেষে আমাদের বেড রূম.
গেস্ট রূম এর মতো এই রূম থেকেও বাগান দেখা যায় না. বাগান নিয়ে এত কথা বলছি কারণ ভুতুরে কান্ডকারখানা সব ওই বাগান এই ঘটেছে.
তমাল গম্ভীর ভাবে মাথা নেড়ে বলল… তারপর? নীচে কে কে থাকেন?
কুন্তলা বলল… নীচেও এরকম চারটে ঘর আছে. গেস্ট রূম এর ঠিক নীচে যে ঘরটা আছে ওটা তে থাকে বাড়ির কাজের কম রাঁধুনী ট্যূ. তার পাশের ঘর মানে ঠিক কুহেলির ঘরের নীচের ঘরতয় থাকে বাড়ির কেয়ারটেকার বূপেন বাবু. সঙ্গে তার চ্চেলে রতন. আগে ভুপেন বাবু একাই থাকতেন. বছর দুয়েক হলো গ্রাম থেকে ওনার ছেলে এসে থাকছে. এখানে একটা কারখানায় কাজ করে…
আর এই বাড়ির কাজকর্মও.. বাজার টাজ়াড়… দৌড় ঝাপ… বিল দেওয়া.. এসব রতনই করে. খুব চটপটে আর বুদ্ধিমান ছেলে. ইন্দ্রনীলই ওকে এখানে চলে আসতে বলে ও ট্রান্স্ফার হয়ে ব্যঙ্গালোরে চলে যাবার পরে. তার পাশের রূম… মনে এই ঘরের নীচের রূম তা এখন অফীস হিসাবে ব্যবহার হয়.
দরকারী কাজ কর্মও… জমি জমা সংক্রান্ত কাজ.. জরুরী কাগজ পত্র… সব ওই ঘরেই থাকে. তার পাশের ঘরটা.. মানে আমার রূম এর ঠিক নীচেই থাকেন আমাদের ম্যানেজর সমর বাবু. বলতে গেলে তিনিই এখন আমাদের অভিভাবক.
জমি জমা থেকে শুরু করে যতো রকম অফীশিয়াল কাজ তিনিই সমলান. অবিবাহিত… একাই থাকেন. শিপ্রা বলে চলল… হয়তো খেয়াল করেছ… বাড়ির নীচের পার্টটা দোতলার চেয়ে একটু বেশি চওড়া… তার কারণ.. এক সাইডে রান্না ঘর আর এক সাইডে স্টোর রূম. সিড়ি দিয়ে ওঠার সময় পাশে ডাইনিংগ টেবিল তো খেয়াল করেছই হল-রূম এ.
ওখানেই আমাদের খাওয়া দাওয়া হয়. সামনে বাগান এর এক কোনায় আগে মালির কোয়ার্টার ছিল… এখন ফাঁকায় পরে আছে. আর বাগান এর এক কোনায় বাড়ির কাজের লোকেদের টইলেট রয়েছে.
টুসি ভিতরের টায় ব্যবহার করে কিন্তু ভুপেন কাকু আর রতন ওই বাইরেরটা ব্যবহার করে. সমর বাবুর ঘরে এটাচ্ড বাত্ রয়েছে.
তমাল বলল… হুমম বুঝলাম. এবার কী কী উপদ্রব আর কিভাবে শুরু হলো বলো. শিপ্রা বলল চলো তোমাকে বাগানটা দেখাই.. যদিও অন্ধকার… তবু ও আন্দাজ় পাবে… বলতে বলতে শিপ্রা সবাইকে নিয়ে পিছনের জানালার কাছে এলো.
পুরানো দিনের খরখড়ি দেওয়া জানালা.. কিন্তু এখন আধুনিক স্লাইডিংগ কাঁচ লাগিয়ে নেয়া হয়েছে বিতরে. কাঁচ সরিয়ে শিপ্রা জানালার পাল্লা খুলে দিলো. যতোটা বড়ো ভেবেছিল তমাল… পিছনের বাগানটা তার চাইতেও বড়ো.
অন্ধকারে ঢাকা পরে আছে. কিন্তু পিছনের বাউংড্রী ওয়াল এর ওপারে বেশ ব্যস্ত আলো ঝলমলে রাস্তা দেখা গেলো. পাঁচিল লাগোয়া এক সারি দোকান পাট…
তারপরে চওড়া রাস্তা. রাস্তার ওপাশে একটা বাঁক.. কিছু অফীস… আর দোকান রয়েছে. পাঁচিল এর লাগোয়া একটা দোকান খুব ঝলমল করছে… ভালো করে খেয়াল করতে নিওন সাইনটা পড়তে পারল তমাল… সরকার জ্যূয়েলারী.
বেশ বড়ো দোকানটা… তার পাশে ও সারি সারি দোকান… তবে পিছন দিক থেকে বোঝা যাচ্ছে না কিসের দোকান. শিপ্রা আঙ্গুল তুলে দেখলো ভুপেন বাবুদের টইলেটটা.
তারপর বলল… এই বাগান থেকেই নানান ঝামেলা টের পাওয়া যায়. আমার ঘরটা ওপাশে… কিন্তু বেচারী কুহেলি ভয়ে কাটা হয়ে আছে. ওর কাছেই শোনো.. কুহেলিই সব চাইতে ভালো বলতে পারবে.
তমাল আরও কিছুক্ষণ ভালো করে দেখার চেস্টা করলো. তারপর বলল… চলো বসা যাক. কুন্তলা জানালা বন্ধও করে দিলে সবাই এসে আবার নিজের নিজের জায়গায় বসলো. টুসি এর ভিতরে লুচি বেগুন ভাজা আর আলুর দম করে নিয়ে এসেছে.. সঙ্গে অনেক মিস্টিও|