বিয়ে - অধ্যায় ৪
ঘুমিয়ে পড়ছি। খেয়াল নেই। যখন ঘুম ভাঙল । জানলার বাইরে দেখলাম। অন্ধকার । বুঝলাম সন্ধ্যা হয়ে গেছে। ঘড়িতে প্রায় সাতটা।
আমি: নেহা
নেহা: হ্যাঁ স্যার ।
পাশের ঘর থেকে নেহা এল ফ্রক পরে। নেহা কে যত দেখছি ততই ভাল লাগছে। ভারি সুন্দর সবকিছুই। বুলি তো বিয়ের পর থেকেই বিদেশে। নেহা যে কোন কারণেই হোক আমাকে আগলে রাখার চেষ্টা করে চলেছে যেন।
আমি: একটু জল খাওয়াবেশ?
নেহা: হ্যাঁ স্যার ।
বলে জল নিয়ে এল।
আমি: হাউসকোট টা দাও অন্তত ।
মুচকি হাসি দিয়ে আমার দিকে হাউসকোট টা ছুঁড়ে দিল নেহা ।
একটু পরেই নেহা র ফোন বেজে উঠল।
নেহা: হ্যাঁ ম্যাডাম ।
......................
নেহা: হ্যাঁ ম্যাডাম । আচ্ছা
.........................
নেহা: সেটাই তো করছি ম্যাডাম ।
.....................................
নেহা: কিন্তু ম্যাডাম । মানে উনি তো
..............................................
নেহা: ওকে ম্যাডাম ।
নেহা ফোন রেখে তাকালো। মুখটা যেন একটু অন্য রকম ।
আমি: কি হল নেহা?
নেহা: না স্যার কিছু না।
নেহা অন্য ঘরে গেল। যেন কিছু লুকোলো আমাকে।