বিয়ে - অধ্যায় ৭
আমি অবাক হয়ে গেলাম । নেহা চলে যাচ্ছে।
আমি: তুমি ছেড়ে দেবে মানে?
নেহা: পরে বলব।
আমি: ছেড়ে দিলে আর কবে বলবে।
নেহা: আমি আপনাকে যা যা বলছি মন দিয়ে শুনুন।
আমি: বলো।
নেহা: কাল সকালে আমি চলে যাব। আমার মোবাইল নম্বর আপনার কাছে আছে তো?
আমি: হ্যাঁ আছে।
নেহা: কয়েকদিনের মধ্যেই ম্যাডাম আপনাকে যেতে বলবে ওনার ফ্ল্যাটে। রাত সাড়ে বারোটায়।
আমি: মানে।
নেহা: মানে পরে বুঝবেন। যা বলছি মন দিয়ে শুনুন।
আমাকে একটা ছোট মোবাইল ফোন দেখাল নেহা ।
আমি: এটা।
নেহা আমাকে নিয়ে গেল বাথরুমে । একটা বড় ছবি রাখা আছে। সেই ছবিটার পিছনে লুকিয়ে রাখল মোবাইল টা।
আমি: কি ব্যাপার?
নেহা: শুনুন। আমি চলে যাওয়ার পরদিনই আপনার মোবাইল নিয়ে নেবে ওরা। ল্যান্ড ফোন টাও নিয়ে চলে যাবে। এমনকি জামাকাপড় ও নিয়ে চলে যেতে পারে।
আমি অবাক হয়ে শুনছি নেহা র কথা। কি বলছে নেহা।
আমি: তুমি কি বলছ বলো তো।
হঠাৎ রেগে গেল নেহা।
নেহা: যা বলছি শুনুন। একটাও কথা বলবেন না।শুধু শুনুন । মনে রাখবেন। আমি চলে গেলে একজন মহিলাকে আমার জায়গায় রাখা হবে। সে আমার মতো কিছুই করবে না। শুধু আপনার ওপর নজর রাখবে। সারাক্ষণ আপনার কাছেই থাকবে। শুধু আপনি কমোডে বসলে সেই সময় টা বাইরে থাকবে। ওই টুকু সময় আপনি দরজা বন্ধ করতে পারবেন।
আমি শুনছি আর ভাবছি যে এরকম থ্রিলার এর কথা বলার কি আছে। কিন্তু শুনতে লাগলাম ।
নেহা: স্যার, আপনাকে কারোর সাথে কথা বলতে দেবে না। ফোন ও করত দেবে না। যেদিন আপনাকে রাত সাড়ে বারোটায় ডাকবে ম্যাডাম । সেদিন যে কোন একটা টাইমে বাথরুমে দরজা বন্ধ করে এই ফোনটা থেকে আমাকে মিস কল করে আবার রেখে দেবেন। কথা বলবেন না।
কেন কি বৃত্তান্ত কিছুই বলল না সেভাবে। কিন্তু আমি বুঝলাম না আমার সাথে কি হতে যাচ্ছে।