বর্তমান সময় - অধ্যায় ১৫
মেয়েটার মাল্টিটাস্কিং দেখে আমি অবাক। পড়াশুনাতেও ভালোই শুনেছি। দেখছিও তাই। কি অসম্ভব নির্বিকার। কিন্তু, ও যা চায় সেটা পুরোটা কন্ট্রোল করার ক্ষমতা ওর আছে।
পার্সোনালিটি দিয়ে টেক্কা দেওয়ার ক্ষমতা অসাধারণ। ওর সামনে কথা বলতে গেলে যে এলেম লাগে তা ৯০ থেকে ৯৫ শতাংশ পুরুষের নেই। আমি বলতে পারি।
আমি তো শিশু ওর কাছে।