বর্তমান সময় - অধ্যায় ২
ঠিক হল পরের শনিবার থেকে টিনা আসবে।
শনিবার সন্ধ্যা ছটা টিনা এল। বাড়িতে কেউ নেই। সোজা ছাদে এল।
টিনা: জয় আঙ্কেল
আমি: হ্যাঁ ছাদের দরজাটা আটকে দাও না হলে বেড়াল ঢুকে যাবে।
টিনা দরজা বন্ধ করে ঘরে এল।.আমার থেকে চার পাঁচ ইঞ্চি লম্বা। থ্রি কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট। আমি একটি টি শার্ট আর হাফ প্যান্ট পরে আছি।
আমার ঘরে কম্পিউটার টেবিল ,আরেকটা টেবিল, দুটো চেয়ার আর একটা খাট আছে। আমরা কম্পিউটার টেবিলে দুটো চেয়ারে বসলাম।
প্রথম দিন সব ঠিকঠাক হল। নটা নাগাদ টিনা চলে গেল।
একবার কি কারনে আমার হাতের কনুইটা ধরেছিল। বুঝলাম বেশ শক্তিশালী।