বর্তমান সময় - অধ্যায় ৩৮
সারা সপ্তাহ কাটালাম। মাঝে মাঝেই ওই দুজনের কথা চিন্তা করছি। আমাকে নিয়ে কি করবে কে জানে।
শনিবার দিন আমি তাড়াতাড়িই চলে এসেছি। পলি আজ বেরোবে। একটু আগে।
পলি: শোনো আমার আজ একটু আগে বেরোনো।
আমি: আচ্ছা।
ছাদের ঘরে গেলাম। একটু পরে পলির ফোন।
আমি: হ্যাঁ
পলি: আমি বেরোচ্ছি। টিনা আর সুস্মিতা এসে গেছে। যাচ্ছে।
আমি ছাদে এলাম। তিন মিনিট। সিঁড়িতে পায়ের শব্দ।
ছাদে উঠে এলো দুজনে।
সুস: হাই নুঙ্কুড়ি।
আমি: হাই
টিনা: হাই।
সুস: আরে নুঙ্কুড়ি। হাফ প্যান্ট আর গেঞ্জি পরে।
আমি কি বলব।
সুস্মিতা আমাকে ছাদেই কোলে তুলে নিল। আমি তো নেংটি ইঁদুরের মতো যেন সিংহীর হাতের মধ্যে আটকে গেলাম।