বর্তমান সময় - অধ্যায় ৪৭
শনিবার আমি একটু দেরীতে উঠি। সকাল আ সাড়ে আটটায়।
ঘড়িতে আটটা বাজে।
আমি হাফ প্যান্ট আর গেঞ্জি পরে শুয়ে।
পলি: জয়
আমি: হ্যাঁ।
পলি: আমরা বেরোচ্ছি ওঠো।
আমি ঘুম চোখে ঘরের দরজায় এসে দেখলাম পলি আর মীরা বেরোচ্ছে।
থ্রী কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট পরে সোফায় বসে সুস্মিতা আর টিনা।
টিনা: গুড মর্নিং।
সুস: গুড মর্নিং।
আমিও বললাম।
টিনা: আঙ্কেল ঘুমিয়ে নাও আমরা আছি।
পলি: জয়, আমরা আসছি।
আমি এসে শুলাম।