বর্তমান সময় - অধ্যায় ৫
সেদিন ও চলে যাওয়ার পর আমি বেশ খানিকক্ষণ ঘোরের মধ্যেই থাকলাম যেন। মেয়েটা করছে কি? আমার থেকে লম্বা, খেলোয়াড়, আমাকে কি কন্ট্রোল এর মধ্যে আনছে।
পরের শনিবার টিনা যখন এলো। তখন সন্ধ্যা হয়েছে। আমি ছাদের দরজা খুলতে টিনা ঢুকল।
টিনা: হাই আঙ্কেল।
আমি: হাই
টিনা হঠাৎই আমার গালে একটা আঙুল একটু ঘষল।
টিনা: একই আঙ্কেল তুমি তো খুব ঘামছো।
আমি: হ্যাঁ।
টিনা: কেন?
আমি: হচ্ছে।
ছাদ বেশ অন্ধকার। হালকা একটা হাওয়া দিচ্ছে।
হঠাৎ টিনা আমার টি শার্ট এর নিজেরা ধরে ওপর দিকে টান দিল দুহাতে। আমার টি শার্ট খুলে নেওয়ার মত।
আমি: কি করছ?
টিনা: আরে এরকম ঘামছো। হাত তোলো। হাত তোলো।
আমিও কেমন যেন দুটো হাত তুললাম। টিনা আমার টি শার্ট খুলে নিল।
আমি খালি গায়ে খানিকটা লজ্জা পেয়ে গেলাম। কিন্তু টিনা স্মার্ট। আমার শার্ট টা হাতে নিল।
টিনা: একটু দাঁড়াও ঘামটা শুকিয়ে যাবে।