বর্তমান সময় - অধ্যায় ৫০
ওই শক্তিশালীনি মহিলার কাছে আমি সত্যিই একটা নেংটি ইঁদুর ছাড়া কিছু নয়। আমাকে নিয়ে বোধহয় লোফালুফি করতে পারবে সুস্মিতা। আমাকে তুলে নিয়ে এল বেসিনের সামনে। আমাকে দাঁড় করিয়ে পোস্টের টিউব থেকে পেস্ট নিল নিজের আঙূলে। মরেচে।
সুস: দেখি নুঙ্কুড়ি। হাঁ করো সোনা।
কি মুশকিল। আস্তে করে হাঁ করিয়ে আঙুলটা ঢুকিয়ে দিল আমার মুখে আর আমার দাঁত মাজাতে শুরু করল।
টিনা এসে দাঁড়ালো। দুজনে কথা বলছে। আমাকে যেন পাত্তা দেওয়ার দরকার ই নেই। কি অবস্থা।
আমার মুখে জল দিয়ে কুলকুচি করিয়ে চোখ ধুইয়ে আবার তুলে এনে শোয়ালো আমাকে।
সুস: টিনা
টিনা: হ্যাঁ
সুস: ঝিংকাড়ার চুল বড়ো বড়ো হয়েছে। সব পরিস্কার করে দে। বগল পরিস্কার করে দে। তারপর হাগু করিয়ে চান করাবো।
কি কেলেঙ্কারি।