বর্তমান সময় - অধ্যায় ৫৯
সুস্মিতা আমাকে কোলে তুলে বাচ্ছাদের মত টেবিলে নিয়ে এল। আমি তো এদের হাতে পুতুল। আমাকে পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করছে না এরা।
মনে মনে ভাবলাম টিনাকে পড়তে ডাকাটা কি যে ভুল হয়েছিল। এখন আর কিছু করার নেই। সুস্মিতা আমাকে তার বাঁ থাইয়ের ওপর বসিয়ে ডান হাত দিয়ে মুখে খাবার দিতে লাগল।
কি অস্বস্তিকর অবস্থা কিন্তু আমি কি করব।
খেয়ে চলেছি।
একসময় খাওয়া শেষ। সুস্মিতা আমাকে কোলে নিয়ে বেসিনের সামনে গেল। মুখ ধুইয়ে দিল।
টিনা: মাসী, নুঙ্কুড়িকে নিয়ে খাটে যাও আমি আসছি।
সুস: আচ্ছা, নুঙ্কুড়ি সোনা, চলো তো বাবু।
আমাকে কোলে নিয়ে খাটে এল সুস্মিতা।