চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ২০
যাই হোক রীতা আর সুমনার সাথে একটা জিনিস আমি দেখেছিলাম যে ওরা প্রকৃত বন্ধুই। ওদের পরিচিত সেই প্রিয়া বলে মেয়েটি একদিন রাত আটটাতে এসেছিল। সুমনা আর রীতা আমাকে আমার ঘরে ঢুকিয়ে দিয়ে বলেছিল দরজা বন্ধ রাখতে। এবং প্রিয়ার বহু চেষ্টাতেও আমার ঘরে ওকে ঢুকতে দেয় নি।