দূজনে ই খুব আনন্দ পেল। রীতা: দাঁড়াও আন্টি। সুমনাকে জানাই। রীতা ফোন করে সুমনাকে জানালো। সেও আনন্দিত। আমার সাথে কথা হল। কিন্তু যেটা জানলাম যে সুমনার দাদুর শরীর খারাপ। তাই সে একমাস আসবে না।