চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৩৮
বাড়ী যেতে যেতে বিভিন্ন কথা হচ্ছিল। সবই.সাধারণ কথাবার্তা। রীতা বাসে জানলার ধারে বসেছিল। মা ওকে শাড়ীটা পরিয়ে দিয়েছিল। যা হোক একটু অসুবিধা হলেও সামলে রেখেছে।ফ্ল্যাটের দরজায় বেল দিতেই মা দরজা খূলল। আমরা পাশাপাশি দাঁড়িয়ে। মা দেখে একটা হাসি দিল।
মা: আয়।
আমরা ভিতরে ঢুকলাম।
মা: একসাথে? তুই যে বললি কার সাথে দেখা করতে যাবি তা তা ওকে কোথায় পেলি।
রীতা: না ওই বাই চান্স দেখা হয়ে গেল।
মা: তোর বয়ফ্রেণ্ড আছে?
রীতা একটু আমতা আমতা করে উঠল।
রীতা: না মানে হ্যাঁ। মানে.....
মা: কি?
রীতা: ঘরে চলো তো। অনিত তুমি রেডি হয়ে এসো।