চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৪১
গাড়ী শহর ছাড়িয়ে হাইওয়ে ধরল। আমরা গল্প করতে করতে চললাম। মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছিল। আমি আর রীতা পালা করে চালাচ্ছিলাম। অবশেষে রিসর্টের কাছে এলাম রাত সাড়ে আটটা।
সামনেই সাইন বোর্ড।
' ANGELA BEACH RESORT : Super Delux resort with clothing optional private beach'
গাড়ী ঢোকালাম।
মা: হ্যাঁরে রীতা
রীতা: হ্যাঁ আন্টি।
মা: কি বীচ লেখা আছে?
রীতা(হেসে): পরে বলছি।