চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৪৩
তিনজনে ঘরে পৌঁছালাম। ঘরটা দারুন। দুটো বেডরুম। বাথরুম। পিছনে একটা দরজা যেটা দিয়ে সামনেই বীচ।
মা: বাহ, ভালো তো।
রাতে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেতে গেলাম। ডাইনিং এ আমরা ছাড়া দুজন বিদেশী ভদ্রমহিলা আর দুটো মেয়ে আমাদের বয়সী। তারাও বিদেশী।
যাই হোক জানলাম সদ্য সদ্য কার্নিভাল শেষ হয়েছে। এখন ওই কজনই টুরিস্ট।
খেয়ে ঘরে এলাম।