চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৪৬
রীতা: কে আছে এখানে? আমরা ছাড়া তো আর চারজন।
মা: তাই?
বলতে বলতে বাকি দুজন বিদেশী মেয়ে বীচে এল। আমাদের উইশ করে অন্যদিকে চলে গেল। মা অবাক হয়ে খানিকটা তাকালো।
মা: এরাও ল্যাংটো?
আমি হেসে ফেললাম।
রীতা: দেখলে তো? বসো। অনিত চলো।
মা: কোথাও যাচ্ছিস?
রীতা: একটু দূরে।
মা: কেন?
রীতা: তোমার সামনে আমি আর অনিত সবকিছু করব?
মা: দূর হ। বদমাইশ কোথাকার।
মা বসে রইল। আমরা এগিয়ে গেলাম।
রীতাকে যেন আজ খুব উচ্ছ্বল লাগছে। আমার ওকে দারুন লাগছিল। পাশাপাশি হেঁটে যেতে যেতে কি একটা দেখাতে রীতা আমার কনুই এর উপরটা ধরে টানল।
রীতা: অনিত দেখো।
আমি ওর কাজে অবাক হয়ে ওর দিকে তাকাতেই ও লজ্জা পেয়ে হাতটা ছেড়ে দিতে গেল। আমি ওর ডান হাতটা আমার ডানহাতে ধরে ফেললাম। রীতা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে। আমিও তাকালাম। হঠাৎই আমার কি হল কে জানে। আমার মুখ দিয়ে বেরোল।
আমি: রীতা, আই লাভ ইউ।
রীতা হঠাৎ লাফিয়ে আমার গলাটা জড়িয়ে ধরল।কানে কানে বলল, " আই লাভ ইউ টু"
আমি ওকে প্রায় কোলে তুলে নিলাম। হঠাৎই গম্ভীর হয়ে গেল রীতা।
আমি: কি হল?
রীতা: আন্টি মেনে নেবে আমাকে?
আমি ওর ঠোঁটে ঠোঁট রাখলাম।