চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৫২
রীতা: আন্টি। তুমি না...
মা: কেনরে আমি কি?
রীতা: কিছু না।
মা আবার হেসে উঠল।
মা: বল আমার ছেলেকে পছন্দ কিনা? না হলে বিয়ে তো হবে না।
রীতা পড়েছে ফাঁপড়ে। মুখ একেবারে দেখবার মতো।
রীতা: আন্টি।
বলে মাকে কি বলবে ভেবে পাচ্ছেন না। মা আবার জড়িয়ে ধরল রীতাকে। মা হাসছে।
মা: শোন ল্যাংটেশ্বরী।
রীতা: কি বলো।
মা: আর আন্টি নয়। আমাকে মা বলবি।
রীতা এবার আর পারল না। ঝরঝর করে কেঁদে ফেলল।
মা রীতাকে নিবিড়ভাবে জড়িয়ে গালে, কপাল চুমু খেল।
মা: পাগলি মেয়ে। কাঁদছিস কেন?