আমি আর রীতা হাঁটতে হাঁটতে এদিক ওদিক করছি। মা দেখলাম বীচ চোয়ারেই বসে। রীতা: অনি সমুদ্রে নামবে? আমি: চলো। আমি আর রীতা দুজনে জলে নামলাম। মা দেখলাম আমাদের দুজনকে দেখছে। আমরা দুজনেই অনেকক্ষন স্নান করলাম।