চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৬০
আমি আর মা ঢুকলাম। রীতা পিছনে।
মা: শাঁকচুন্নীটা কোথায় গেল।
আমি হেসে ফেলেছি।
মা: রীতা।
রীতা: হ্যাঁ
মা: কোথায় গেলি?
রীতা: এই তো।
মা: বসবি না কোথাও।
রীতা: কেন?
মা: সারা গায়ে বালি। চল বাথরুমে।
রীতা: কি বালি? আমি করে নেবো।
মা: যা বলছি শোন। না হলে কান ধরে নিয়ে যাব। চল।