চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৭১
ভোরবেলার সময়টা ভারী সুন্দর এখানে।প্রায় অন্ধকার। রীতা ঘুম থেকে উঠে পড়ে আমাকে ডাকল।
রীতা: অনি মা ঘুমোচ্ছে। চলো আমরা বীচে যাই।
আমি: চলো।
দুজনে শুধু হাওয়াই চটি পরে বীচে এলাম। সারা শরীরে কোন পোষাক নেই। একেবারে ল্যাংটো।
দুজনে দেখলাম বীচ ফাঁকা।
একটু এগিয়ে এলাম। সামনাসামনি দাঁড়ালাম।
রীতা: অনি
আমি: হ্যাঁ।
রীতা: এক বছরের কিছু আগেও কেউ কাউকে চিনতাম না।
আমি: ঠিক বলেছো।
রীতা: অনি তুমি খুশী তো?
আমি: তুমি খুশী কিনা সেটা আগে জানা দরকার।
রীতা আমার কোমরটা জড়িয়ে বুকে মাথা রাখল।
রীতা: অনি আমি ভাবিনি যে এরকম বাড়ী পাবো।
আমি রীতাকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট রাখলাম।
দুজনের লিপলকিং চলল অনেকটা সময়।