চাকরী নিয়োগ পেয়ে - অধ্যায় ৭৫
রীতা হঠাৎই মাকে জড়িয়ে ধরল।
মা: কি হল রে শাঁকচুন্নী। আমাকে জড়াচ্ছিস কেন?
রীতা: এমনি।
মাও রীতাকে জড়িয়ে ধরল।
আমি সামনেই দাঁড়িয়ে। মা তাকাল ।
মা: আয় তুই ও।
আমি এগোতেই মা আরেকবার হাতে আমাকে জড়িয়ে ধরল।
মা: এই দুটো অসভ্যকে নিয়ে আমি যে কি করব।
মা হেসে বলে উঠল।
রীতা আমার দিকে তাকিয়ে হাসল।
মা: ড্রেস পর। ব্রেকফাস্টে যাবো।