দ্বীপ রাষ্ট্রে গিয়ে - অধ্যায় ১৯
পরদিন শনিবার বাইকে করে অন্য একটা বীচে যাবো বলে ঠিক করলাম। এটাতে যাইনি কোনদিন। শুনেছি বেশ ফাঁকা থাকে। অবশ্য ও দেশে লোক আর কটা। তার ওপর আমরা যে অংশে থাকি সেখানে তো লোক আরো কম।
যথারীতি বাইক নিয়ে বেরোলাম। এই রাস্তায় সে রকম আসি না। ১২ কি ১৪ কিলোমিটার এসে দেখলাম একটা মাঠে ক্রিকেট খেলা হচ্ছে। দেশে ক্রিকেট ভালোই খেলতাম। রাজ্যের হয়েও খেলেছি।
নন্দিতা: রানা, এখানে ক্রিকেট হয়। খেলবে নাকি?
আমি: চলো খোঁজ নিই।
ক্লাবের সামনে দাঁড়ালাম। ' অস্টিন ক্রিকেট কোচিং সেন্টার '। ছোট বড়ো ছেলেরা খেলছে। কোচও আছে।
এনকোয়ারীতে এক মহিল বসে। জিজ্ঞেস করে জানা গেল ভর্তি হওয়া যাবে। টাইম সকালে ৮টা থেকে ১১টা।
কলেজ ১২টা থেকে।
আমি: রোয়িংটা?
নন্দিতা: এক ঘন্টা আগে যাবো।