দ্বীপ রাষ্ট্রে গিয়ে - অধ্যায় ২২
একেকটা টিমের তিনটে করে ম্যাচ। প্রথম দুজনের ফাইনাল। গোটা টুর্নামেন্টে ৭টি ম্যাচ। শুরুর আগেরদিন মাঠে ওপেনিং সেরেমনি। সব খেলোয়াড়দের টীম করে বসে। আমি অস্টিনের সাথে। সকলে ম্যাচের পোশাকে তাই আমার পোশাক ওই গার্ড আর মোজা স্যু। চারটে টিমের ৬৪ জন খেলোয়াড়ের মধ্যে একমাত্র আমিই ওই ভাবে। সব টিমের ছবি তোলা হল।
দর্শক মেয়েরা মজা নিল। তবে টিমের অন্য খেলোয়াড়রা আমাকে নিয়েই ছিল।