দ্বীপ রাষ্ট্রে গিয়ে - অধ্যায় ২৮
ফোন কেটে দিল নন্দিতা মাসী। আমি পাশে গিয়ে বসলাম।
আমি: কাল খেলা আছে বুঝলে।
নন্দিতা: জানি তো।
আমি: ওটা ভালো টিম। টেনশন হচ্ছে।
নন্দিতা মাসী আমার মাথায় হাত বুলিয়ে দিল।অঃ
নন্দিতা: টেনশন হচ্ছে? আরে থাম। কিচ্ছু হবে না।
আমি: না মানে।
নন্দিতা মাসী হাসল একটু।
নন্দিতা: আমার কোলে শুয়ে একটু মাই খা তো দেখি। টেনশন কমে যাবে।
আমি: তাই?
নন্দিতা: বলছি খা না। শোন একটা মাই খা আরেকটা টেপ। আমি কোলে শুয়ে একটা মাই মুখে নিলাম আরেকটা হাতে।
নন্দিতা মাসী আমার মাথাটা আলতো করে কোলে নিল।