দ্বীপ রাষ্ট্রে গিয়ে - অধ্যায় ৩৪
পল, ড্যানি, পিটার, জন, বব, সকলে আমাকে আদরে ভরিয়ে দিচ্ছে একেবারে। ডেভিড অবাক। শুধু গার্ড পরে থাকা একটা ল্যাংটো ছেলে যে ওইভাবে ক্যাচ নিয়ে নেবে, সে ভাবেইনি। ওই একটা ক্যাচই যেন আগের বছরের চ্যাম্পিয়ন জনসনের মনোবল ভেঙে দিল। পিটার আর জনের বোলিং এর সামনে প্রায় উড়ে গেল জনসন। ১১০ রানে শেষ ওদের ইনিংস।
আমি আবার ম্যান অব দ্য ম্যাচ।