দ্বীপ রাষ্ট্রে গিয়ে - অধ্যায় ৪২
ক্যাঙারুরা খেলতে নামল বাট ২০০ তে অল আউট।
তিনবছর বাদে এই টুর্নামেন্ট জিতল অস্টিন।
আমরা প্রাইজ নেওয়ার আগে ড্রেসিং রুমে। আমাকে দাঁড় করিয়ে বাকিরা দুরে গিয়ে গোল হয়ে কি আলোচনা করল। এসে আমাকে ঘিরে দাঁড়াল ১০ জন।
আমাকে অবাক করে দিয়ে দেখলাম ১০ জনই সব ড্রেস ছেড়ে শুধু গার্ড পরল আর পায়ে জুতো মোজা। সকলের ড্রেস আমার মতোই।
আমি: হোয়াট হ্যাপেণ্ড ক্যাপ। সকলে এসে আমাকে জড়িয়ে ধরল।
পল: উই উইল টেক ট্রফি ইন সেম ড্রেস।
সকলে: ইয়েস।
পুরো টিম বেরিয়ে এলাম। আমাদের দেখে সকলে অবাক। হৈ হৈ করে উঠল।
ট্রফি নিলাম আর আমি হলাম ম্যান অফ দ্য সিরিজ।
সারা মাঠ আমরা ট্রফি নিয়ে ঘুরলাম।