একজন প্রিয়াংকা - গল্প হলেও সত্যি - অধ্যায় ১
প্রিয়াংকা বনিক, বয়স ২৭।
মোহাম্মদপুরে তাদের বাসা। ফ্যামিলিতে বাবা, মা, ছোটভাই আর ছোটবোন। প্রিয়াংকা সবচে বড়, এমবিএ পড়ছে। ছোটভাই প্রদীপ, বয়স ১৯, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আর সবচে ছোট বোন অপি, বয়স ১২, ক্লাস সিক্সে পড়ে। ওদের এক খালা ইন্ডিয়ায় থাকে। ছোটভাই প্রদীপ প্রায়ই সেখানে বেড়াতে যায়। সেখানের এক বিখ্যাত কলেজে ভর্তির জন্য এ্যাপ্লাই করেছে। ভর্তি হয়ে গেলে সেখানেই থেকে যাবে।
প্রিয়াংকা দেখতে খুব সুন্দরী। বড় বড় চোখ, দেবীর মত। ভরাট গোলগাল চেহারা। লম্বায় খাটো, সিল্কি চুল। বেশ হাসিখুশি। সবার সাথে হাসি দিয়ে কথা বলবে, খুব গল্পগুজব করবে। হাসিটাও চমৎকার। যেখাবেই যাবে, দু'চারজন বন্ধু গজিয়ে যাবে তার।
প্রিয়াংকা মধ্যবিত্ত ঘরের মেয়ে। আব্বুর বড় একটা জেনারেল স্টোর, ভালোই ব্যবসা চলে। হাত খরচা চালানোর জন্য প্রিয়াংকা দুটো টিউশন করায়।
প্রিয়াংকার মেয়ে বন্ধু তেমন নেই। ভার্সিটিতে বেশিরভাগই ছেলে বন্ধু। মেয়ে বন্ধু তার একজনই, তনু। তনু প্রিয়াংকার স্কুল ফ্রেন্ড। তারা প্রায়ই এদিক সেদিক ঘুরতে যায়। প্রিয়াংকা প্রায়ই তনুদের বাসায় যায়, কিন্তু তনু প্রিয়াংকা দের বাসায় খুব কমই যায়।
অন্যান্য মেয়েদের মত প্রিয়াংকার বয়ফ্রেন্ড নেই। অনেক ছেলেই ওর জন্য পাগল। সত্যি বলতে, ওর পরিচিত সব ছেলেই ওর উপর ক্রাশ খেয়ে আছে। কেউ বলে, কেউ বলেনা। কিন্তু কেন জানি প্রিয়াংকা প্রেম করতে আগ্রহী নয়। করলে সরাসরি বিয়ে করবে। অলরেডি ছেলে দেখা চলছে। পুলক নামে একটা ছেলে সেদিন এসে দেখে গেছে। দুজন দুজনকে পছন্দও করেছে মোটামুটি। ফোনে টুকটাক কথাও হয়।
প্রিয়াংকার মনে মায়া অনেক বেশি। রাস্তায় ক্ষুধার্ত কুকুর দেখলে তাকে পানি বা বিস্কিট খাওয়াবে। কেউ কোন সাহায্য চাইলে সে কখনো তাকে ফেরাবে না। কেউ সিরিয়াসলি কোন অনুরোধ করলে ফেলতে পারেনা সে। তাই পরিবারের বা পুরো বংশের সবচে আদরের মানুষ প্রিয়াংকা।