এমন হবে ভাবতেই পারিনি........ - অধ্যায় ৪

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/এমন-হবে-ভাবতেই-পারিনি.28177/post-2205217

🕰️ Posted on Tue Nov 03 2020 by ✍️ Kjfnani (Profile)

🏷️ Tags:
📖 495 words / 2 min read

Parent
বাংলা...........পর্ব........১.... হাট…হাট…র…র…যা…যা…আরে যানা…যা…যা,,, জমিতে গরু দিয়ে হাল চাষ করতে গেলে এমনই হয় রতনের ৷ কি যে এক যন্ত্রনা ৷ তারপরও তো করতে হবে দু মুঠো খাবরের জন্য ৷ এই ক্ষেতটাও ওদের নয় ৷ তাপস কাকা দিয়েছে ধান চাষ করার জন্য ৷ লাঙল আর গরু এনেছে অশোক কাকার কাছ থেকে ৷ রতন এই বয়সেই সংসারের হাল ধরেছে ৷ তার মত বহু ছেলে আছে জমিতে কাজ করে সংসার চালায় ৷ রতনের বয়স ১৯ হবে ৷ গায়ের রং ধবধবে সাদা ছিলো একসময়, এখন আর নেই, রোদে পুড়ে পুড়ে কালো হয়ে গেছে৷ উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ৷ কাজ করে করে পাতলা শরীরটা বেশ মজবুত হয়ে গেছে ৷ গায়ের গড়নটা বেশ ভালো ৷ রতন একেবারেই সহজ সরল ছেলে ৷ সারদিন কাজ করে দু মুঠো খেতে পারলেই আর কিছু দরকার পড়ে না ৷ পাশের গ্রামের স্কুলে ৩ৃয় শ্রেনী পর্যন্ত পড়েছে ৷ মাথায় কিছু ঢুকে না তাই আর পড়তে যায় না ৷ জমির কাজটা বড় ভাইয়ের সাথে মিলেই করতো ৷ রতনের বড় ভাই মানিক ৷ বয়স ২১ ৷ উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি , গায়ের রং শ্যামলা ৷ গায়ের গড়ন কিছুটা কুস্তিগীরীর মত শক্ত পোক্ত ৷ ৭-৮ মাস হবে শহরে গেছে কাজ করতে ৷ রতনের বাবা নেই ৷ বাবার চিকিৎসা করাতে গিয়ে ২০ হাজার টাকা ঋণ এনেছিলো রবি বাবুর কাছ থেকে ৷ এখন সেটা সুদে উসুলে প্রায় ৮০ হাজারে ঠেকেছে ৷ রবি বাবু ভালো মানুষ ৷ কিন্তু তার ছেলেগুলো ভালো নয় ৷ কয়েকবার এসে টাকার জন্য মাকে উলটা পালটা বকেছে ৷ মা কিছুদিন সময় নিয়ে মানিক ভাইকে শহরে পাঠিয়েছে নাদিম ভাইয়ের সাথে ৷ মানিক ভাইও আমার মত সহজ সরল তবে কিছুটা চতুরও বটে ৷ মা চায়নি, কিন্তু নাদিম ভাই তাকে দেখে রাখবে বলে শহরে নিয়ে গেছে ৷ আরে আবার কোথায় যাচ্ছিস! সোজা… হুম…হাট…হাট…র…র…রতন এসব ভাবছে আর লাঙল ও গরু দিয়ে হাল চাষ করছে ৷ আরে ও হাবু রাজা তুই আবার কি করছিস ? রতন ও মানিক কে গায়ের অনেকে হাবু বলেই ডাকে ৷ কিন্তু তারা কোন রাগ করে না ৷ হাবু রাজা হাবু দা শুনতে শুনতে তাদের এখন সয়েগেছে ৷ রতন ঘাড় বাকিয়ে দেখে নিলো কে ডাকছে ৷ আরে হরি কাকা যে ! তুমি দেখছো না আমি কি করছি ৷ হরি কাকা , বয়স ৫১ এর মত হবে ৷ চুল গুলো সাদা হতে শুরু করেছে ৷ গায়ের রং ফর্সা ৷ কিন্তু অনেক চিকন ৷ বুকের পাজঁর গুলো দূর থেকে দেখা যায় ৷ খেটে খাওয়া সিদে সাদা মানুষ ৷ হরি কাকা মুচকি হেসে : সে তো দেখছিই ৷ মানে বলছিলাম কি ! এই প্রচন্ড রোদে কাজ না করে সকাল সকাল করলেই পারতিস ৷ রতন : আরে কাকা ! আজকে না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ৷ হরি কাকা : তো কি হয়েছে, কাল সকাল সকাল উঠে বাকিটা করে নিলেই তো হলো ৷ রতন : না গো কাকা ! মা বলেছে আজকেই শেষ করতে ৷ সবার ধান বোনা হয়েগেছে ৷ আর আমাদের এখনো হাল চাষই হয়নি ৷ হরি কাকা : ঠিক আছে তাহলে কর ৷ আমি চললাম নদীতে ৷ দেখি কিছু মাছ পাই কিনা ৷ এই বলে হরি কাকা চলে গেলো ৷ রতনও তার কাজ মন দিয়ে করতে লাগলো ৷ image upload
Parent