জন্মদিন - অধ্যায় ১৩
বাইরের দরজা খোলার শব্দ পেল মধুরিমা। তারপরেই রেখার গলা।
রেখা: হাই পল। ওয়েলকাম।
দরজা বন্ধ হল।
পলের গলা শুনতে পেল না মধুরিমা।
আস্তে আস্তে দুটো পায়ের শব্দ ঘরে ঢুকল, সেটা অনুভব করতে পারল মধুরিমা। রিফ্লেক্সেই উঠে দাঁড়াল খাট থেকে।
রেখা এসে মধুরিমার হাতটা ধরল।
রেখা: পল। পরিচয় করিয়ে দি। তোমার আজকের সুইট হার্ট মধুরিমা।
মধুরিমা দেখতে পাচ্ছেনা পলকে। তাই বুঝ্তে পারল না পল এর অভিব্যক্তি। পল কি হাসল? ওকে দেখে কি ভালো লাগল?
রেখা: নাও ইটস ইওর টাইম। এনজয়।