জন্মদিন - অধ্যায় ৩
আসলে এখন জিম থেকে বেরিয়ে দূজনে একটা কাফে তে যায়। একটা ছোট টেবিল এ সামনা সামনি বসে চা খায়। অনেকক্ষন গল্প করে। সেই সময় একদিন রেখার সাথে দেখা।
রেখা: কি রে মধু?
মধুরিমা: আয়
রেখা: সায়ন কেমন আছো?
সায়ন: ভালো আছি।
রেখা: তা শাশুড়ি, জামাই কি করছ দূজনে?
মধুরিমা: এই জিম শেষ। চা খেয়ে বাড়ি যাব।
তিনজনেই সেদিন গল্প করেছিল অনেকটা । তার পর যে যার বাড়ি চলে গিয়েছিল।
এইভাবেই চলছিল।
মধুরিমা আর সায়নের দেখা করাটা রুটিন হয়ে গেল। নিজেদের অজান্তেই যেন ঘনিষ্ঠতা হয়ে যাচ্ছিল ওদের।
দূজনে সামনা সামনি বসে চা খাচ্ছিল একদিন। প্রায় শেষ খাওয়া। ওয়েটার এসেছে। মধুরিমা ব্যাগ খুঁজতে গেল।
হঠাৎ অসাবধানেই সায়ন, মধুরিমার হাতটা ধরে ফেলল।
সায়ন: দাড়া ও না মম। আমি দিচ্ছি।
মধুরিমা একটু অবাক হয়ে তাকাতেই যেন একটু লজ্জা পেয়েই হাতটা ছেড়ে দিয়েছিল সায়ন। মধুরিমাও একটু কি রকম হযেগিযেছিল কিন্তু হেসে ফেলেছিল।
মধুরিমা: কি হল সায়ন?
সায়ন: না কিছু না।
বলে টাকা দিয়ে দূজনে যে যার বাড়ি চলে এসেছিল।
বাড়ি এসে সায়ন একটু লজ্জাই যেন পেয়েছিল।
মধুরিমা ও মজা পেয়েছিল যেন।
পরের দিন মধুরিমাকে দেখে , ওর আচরন দেখে ভরসা পেয়েছিল সায়ন ও। স্বাভাবিক হয়ে গিয়েছিল সব। মধুরিমাই স্বাভাবিক ছিল।
এর পর এক সপ্তাহের মধ্যেই বাইক কিনেছিল একটা সায়ন।
দিনটা ছিল শনিবার। সায়নের ছুটি। জিমের পর দূজনে বেরোল।
সায়ন: মম এদিকে এসো।
মধুরিমা: কি?
বাইক টা দেখাল সায়ন।
সায়ন: দেখো।
খুব আনন্দ পেয়েছিল মধুরিমা। আনন্দে সায়নের গালে একটা হালকা চুমু দিয়ে বলেছিল
: দারুন হয়েছে।
চুমুটা পেয়ে সায়ন ও প্রথমে ঘাবড়ে গিয়েছিল।