জন্মদিন - অধ্যায় ৩৩
সায়ন বাইকে বসে স্টার্ট দিল। মধুরিমা সায়নের পিছনে বসে সায়নের কোমরটা ধরল। সায়ন সুন্দর বাইক চালায়।
দুজনে বাইক নিয়ে বিভিন্ন জায়গা ঘুরতে লাগল। গল্প করতে করতে। সমুদ্রের ধারে বা কখন কোন দেখবার জিনিস।
দুপুরের পর একটা ছোট রেস্টুরেন্টে ঢুকে খেয়ে তারপর রিসর্ট এ ফিরল দুজনে।
সন্ধ্যার পর বীচের সামনে চেয়ারে বসে গল্প করল দুজন।
গোয়াতে বেশ গরম সেটা মালুম পাওয়া গেল।