জন্মদিন - অধ্যায় ৩৬
ঘরে এসি। হালকা ঠাণ্ডা হচ্ছে ঘর। সায়ন ভালো করে ব্লাঙ্কেটটা ধরল। বেশ জড়ালো আর কি। অল্প ঠাণ্ডা লাগছে যেন।
হঠাৎই খেয়াল করল যে একটা হাত আস্তে আস্তে তার বুকের উপর চলে এলো। সায়নকে যখন আরাম দেওয়ার জন্যই।
সায়ন ঘুরে গেল সেই দিকে। ফিল করল যে, একটা শরীর আস্তে আস্তে তার শরীরটাকে জড়িয়ে ধরল। সায়নও জড়িয়ে ধরল। বুঝতে পারল যে মধুরিমা নিবিড়ভাবে জড়িয়ে ধরছে ওকে।
সায়নও ঘেঁষে এলো, একেবারে মধুরিমার গায়ের কাছে। দুজনের শরীরের মধ্যে খালি মধুরিমার পোশাকটা পার্টিশন।
হাতদুটো সায়নের শরীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। মধুরিমার ঠোঁট এসে লাগল সায়নের ঠোঁটে।