জন্মদিন - অধ্যায় ৩৯
বীচ ফাঁকা দুজনে বালিতে একটা জায়গায় তোয়ালে পেতে বসল। ভারী সুন্দর নীল জল। সুন্দর বালি। দুজনে পাশাপাশি বসে কথা বলছে। বীচটা একদম আইসোলেটেড। আটকানো। ফ্রি। ঘরে যেতে গেলে অবশ্য একটুখানি নর্মাল বীচ দিয়েই যেতে হবে।ওইরকম ফেরার সময় তোয়ালে জড়িয়ে চলে যাবে। কিন্তু ন্যুডিস্ট বীচের এক্সপিরিয়েন্স। দুজনেরই প্রথম। দারুণ লাগছে।
আধঘন্টা হবে। হঠাৎই দুজনেরই চোখে পড়ল যে একজন বিদেশী মহিলা বীচে ওদের দিকেই আসছে। রীনা শর্মার বিবরণের থেকেও যেন বেশী।
ফর্সা টাটকা রং। হাইট এই ছ ফুট তিন তো হবেই। কারণ সায়নের থেকে তিন ইঞ্চি লম্বা তো বটেই। শরীরের প্রতিটা মাসল যেন গোনা যাচ্ছে। ল্যাংটো শরীরে সাপের মত খেলছে মাসলগুলো। হাসতে হাসতে ওদের দিকে আসছে সেই মহিলা। ওদের সামনে দাঁড়াতে মধুরিমা আর সায়ন ও উঠে দাঁড়াল। ঠিক তাই। সায়নের মাথা ওর নাকের ঠিক নীচে। মধুরিমা ওর কাঁধের কাছে।
মহিলা: গুড মর্নিং
মধুরিমা, সায়ন: গুড মর্নিং।
মহিলা: আই এম দারিয়া ফ্রম মস্কো।