জন্মদিন - অধ্যায় ৪২
মধুরিমা আর সায়ন দুজনে ল্যাংটো হয়েই জলে নামল। ওখানে ঢেউ নেই। দূজনে স্নান করল ভালো করে। হাত ধরাধরি করে। প্রায় প্রেমিক প্রেমিকার মতই।
একবার একটা জায়গায় পা হড়কে যাচ্ছিল বলে সায়ন চট করে মধুরিমাকে জড়িয়ে ধরে ফেলল। মধুরিমাও ভয়েতে সায়নকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলেছিল।
সায়ন: মম
মধুরিমা: হ্যাঁ বেটা
সায়ন: কি হল?
মধুরিমা: না ঠিক আছে।
সায়ন: আমি আছি তো
খানিকক্ষণ বাদে জলভর্তি শরীরে দুজনে উঠল জল থেকে। দেখলাম দারিয়া তখনও জলে।
মধুরিমা: চলো বেটা ঘরে যাই
সায়ন: হ্যাঁ মম
দুজনে ঘরের দিকে পা বাড়ালো।