জন্মদিন - অধ্যায় ৫

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/জন্মদিন.67551/post-3820600

🕰️ Posted on Sat Nov 27 2021 by ✍️ Ranaanar (Profile)

🏷️ Tags:
📖 250 words / 1 min read

Parent
পাশাপাশি দাঁড়িয়ে দূজনে ওয়ার্ক আউট করতে লাগল আর কথা বলতে লাগলো। আগের দিনের আউটিং এর কথাও হচ্ছিল। একটু হাসাহাসি ও করছিল ওরা চাপা স্বরে। একটু ঠাট্টা । মাঝে মাঝে সায়ন এর যেন মনে হল মধুরিমার ফর্সা গাল লাল লাল হয়ে যাচ্ছে। মধুরিমার ও যেন মনে হল যে সায়ন খুব কেয়ারিং। ভিতরে ভিতরে দুজনের ই যেন দুজনের প্রতি একটা টান। কেন? জিম শেষে সায়ন বাড়ি পৌছে দিল মধুরিমাকে। আগের দিনের ঘটনার পর মধুরিমা যেন বেশ ফ্রি হয়েই বসল সায়নের বাইকে। একদিন দুদিন করে এগোয় ঘটনা। আজকাল কি রকম যেন হয়েছে মধুরিমার। ভোরে উঠে জিম যাবার জন্য যেন কি রকম একটা আকুলি বিকুলি হয় মধুরিমার। যেন সায়নকে দেখবার একটা তাগিদ। উল্টো দিকে সায়ন ও যেন একটু একটু করে মধুরিমার কাছাকাছি আসছে। যা হোক। এর মধ্যে একদিন রেখা এসে উপস্থিত হল দুপুরবেলা। মধুরিমা খেয়ে উঠে বসে আছে। এমনসময় কলিং বেল। উঠে দরজা খুলতেই রেখা। রেখা: কি রে পাত্তাই তো নেই। কোথায় থাকিস? যাই হোক দূজনে বিকেল অবধি গল্প করে কাটালো। কিন্তু রেখা একটা জিনিস লক্ষ্য করল যে মধুরিমার কথার মধ্যে সায়ন যেন একটু বেশীই এসে পড়ছে। সেদিন কিছু না বললেও রেখার একটা খটকা যেন রয়ে গেল। পরদিন রেখা সকালে উঠে কিছু না জানিয়ে ঐ জিমের সামনে একটা জায়গায় গিয়ে দাঁড়াল। যা ভেবেছিল তাই। প্রথমে সায়নকে জিমে ঢুকতে দেখল তার মিনিট পাঁচেক পর মধুরিমা। রেখা মনে মনে হাসল একটু। দু ঘণ্টা ওখানেই ওয়েট করল। যা ভেবেছিল তাই। সায়ন আর মধুরিমা বেরিয়ে সায়নের বাইকে উঠল। রেখা একটু হাসল। দুজনের বসবার স্টাইল টা বড়ই ঘনিষ্ঠ। অভিজ্ঞ রেখা বুঝল যে দুজন খুব সঙ্গত কারণেই দুজনের কাছাকাছি আসছে।
Parent