কাকির সাথে প্রনয় ও সংসার (Re upload) - অধ্যায় ৪

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/কাকির-সাথে-প্রনয়-ও-সংসার-re-upload.146213/post-9487454

🕰️ Posted on Wed Jul 31 2024 by ✍️ Izumi Eita (Profile)

🏷️ Tags:
📖 717 words / 3 min read

Parent
এইভাবেই যাচ্ছিলো দিনগুলো। প্রায় ২-৩ মাসের মত। কাকিকে হাসপাতালে দিয়ে আসা, নিয়ে আসা। কাকিকে নিউএ বন্ধের দিন ঘুরতে যাওয়া। পার্কে বসে বাদাম খাওয়া, কাকির সাথে মুভি দেখা, শপিং করা সব কিছুই করেছি। কাকিও এই সময় বেশ ইঞ্জয় করেছে। কাকিকে দেখে এর মাঝের এক কাহিনি। মুভি দেখতে গিয়েছিলাম আমরা। বের হয়ে এক রেস্টুরেন্টে যাব তখন আমার ভার্সিটির এক ম্যাম আর তার হাসব্যান্ডের সাথে দেখা হয়ে গেলো। আমি তাদের সাথে কুশল বিনিময় করলাম। ম্যাম আমাকে ইশারায় কে জিজ্ঞাসা করলো। আমি বললাম "ম্যাম ও আমার উড বি।" ম্যাম বলল "এতো জলদি বিয়ে?" আমি বললাম "আসলে আমার বাবা মাই ঠিক করে রেখেছিলো। আর তাছাড়া ওর বাবা মারা গেসে গত বছর। তাই ওর পরিবারও চাচ্ছে বিয়েটা হয়ে যাক।" ম্যাম বলল "অহ৷ সো স্যাড। তা তোমার নাম কি?" কাকি বলল "নাসরিন সুলতানা।" ম্যাম বলল "যাক ভালোই করেছো। যে জামানা এতে দ্রুত বিয়ে করে ফেলাই ভালো। দোয়া করি সুখী হও। আর বিয়েতে দাওয়াত দিতে ভুলো না।" বলে কিছুক্ষন হাসাহাসি করল। এরপর বিদায় নিয়ে চলে আসলাম। কাকি আমাকে বলল "আমি তোমাকে বিয়ে করব বলেছি?" আমি বললাম "তুমি না বললেও আমি তোমাকে বিয়ে করবো।" কাকি "ইসশ কি শখ।" আমি তখন রাস্তায় মাঝেই কাকিকে জড়িয়ে ধরলাম আর বললাম "তুমি সত্যিই আমাকে বিয়ে করবে না? আমরা কি শুধু এভাবেই প্রেমিক প্রেমিকার মত কাটাবো?" কাকি বলল "সেটা তোমার উপর ডিপেন্ড করছে?" আমি বললাম "মানে?" কাকি বলল "বাসায় চলো। পরে বলব।" আমি বললাম "বেশ চলো।" সেদিন বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা তিনজন একসাথে বসলাম। আমি বললাম "বলো কি বলবা।" কাকি বলতে শুরু করলো... কাকি: দেখো আমিও চাই আমাদের বিয়ে হোক। এই কয়েক মাসে আমি তোমার কাছ থেকে যে কেয়ার যে প্রেম দেখেছি সেটা আমি আমার বিবাহিত জীবনে কোনোদিন পাই নি। আমি: তো সমস্যা কোথায়। আমিওতো তোমাকে বিয়ের জন্য অসীম কাল থেকে অপেক্ষা করে আছি। কাকি: কিন্তু আমি তোমাকে এভাবে বিয়ে করতে পারবো না। আমি: কেনো? কাকি: আমার কিছু শর্তের কথা বলেছিলাম সেগুলা মানতে হবে। আমি: হ্যাঁ। আমিতো বলেছি আমি তোমার সব শর্তে রাজি। কাকি: আগে শর্ত গুলো শুনো। আমি: আচ্ছা। বলো। কাকি বলতে শুরু করল তোমার বাবা মাকে না জানিয়ে বিয়ে হবে না। কমপক্ষে একজন হলেও লাগবে। যেহেতু আমি তোমার বড় তাই তোমার জীবনের যত রকম ডিসিশন আছে সব আমার পরামর্শে করতে হবে। তুমি জানো আমি শারীরিক জীবনে খুব একটা খুশি ছিলাম না। তাই বিয়ের পর আমি যেভাবে যখন চাইবো তখন আমার সাথে থাকতে হবে। বিয়ে কাবিন আমি ঠিক করব কোনো না হ্যাঁ করতে পারবে না। বিয়ের পর সংসারের হালচাল এর হর্তাকর্তা আমি থাকব। তুমি শুধু আমার সুখের দিকটা দেখবে। যেহেতু তোমার বয়স আমার থেকে তাই হয়ত আমাকে ব্যাকডেটেড মনে হতে পারে। কিন্তু আমি তেমন নই। তুমি আমাকে তোমার ইচ্ছে মত মানিয়ে গুছিয়ে নিতে পারবে। আমি যতগুলো সন্তান চাই আমাকে দিতে হবে। আমার সন্তানের পিতৃ পরিচয় অবশ্যই তোমাকে বহন করতে হবে। তোমার ২য় বিয়ে করতে চাইলে করতে পারবে তবে সেই মেয়ের আমাকে সতীন হিসেবে মেনে নিয়ে আমাদের সাথে থেকে তোমার সাথে ঘর সংসার করতে হবে। এই বলে কাকি থামলো। আমি কাকির প্রেমে পড়েছি। ২য় বিয়ের প্রশ্ন আসে না। সব গুলাতেই মনে কাকি নিজের মনে বেশ কিছু ফ্যান্টাসি আছে। আমার বয়স কম হওয়াতে কাকি সেগুলো রসিয়ে রসিয়ে উপভোগ করবে। কাকির শর্ত গুলোতে কাকির আমার প্রতি অবসেসিভ ভাবটা আমি বুঝতে পারছি। কিন্তু প্রব্লেম হলো ১ম শর্ত। বাবা মাকে কিভাবে মানাবো। একেতো বয়সে বড়, তার উপর যাকে এতোদিন ভাবি বলে আসছে তাকে এখন বউমা বলে ডাকতে হবে, এটা কি মেনে নিবে? বিয়ে করব, বাচ্ছা হবে এসব ভেবে স্বপ্ন দেখেছি কিন্তু এগুলো নিয়ে ভাবি নাই। আমাকে চুপ থাকতে দেখে কাকি বলল "কি চিন্তায় পড়ে গেলে? এখন বলো কি করবা। আমাকে বিয়ে করতে পারবা বলে মনে হয়?" দেখলাম কাকির মনটা কিছুটা খারাপ হয়ে গেলো। আমি বললাম "আমরা পালিয়েই বিয়ে করি। তাহলেইতো হয়। আমার তোমাকে লাগবেই।" কাকি বলল "আমার শর্ত না মানতে পারলে বিয়ে করতে পারবো না।" এই বলে কাকি নিজের রুমে যেয়ে দরজা বন্ধ করে দিলো। আমি কি করব বুঝতে পারলাম না। এতোক্ষন বাদে নানি কথা বলল। বলল "এক কাজ কর বাবা।" আমি বললাম "কি?" নানি বলল "বহুদিন বাদের এই কয়েক মাস আমি আমার মেয়েটারে যে হাসিখুশি দেখেছি সেটা ওর বিয়ের পর আর দেখি নাই। আমি আমার মেয়েটারে আর কস্ট পাইতে দিতে পারুম না। তুই তোর আম্মারে একদিন যাইয়া নিয়া আয়। আমি কথা বলুম।" আমি নানিকে বললাম "আপনি বলার পরেও যদি রাজি না হয়?" নানি বলল "হইব। তুই ভয় পাস না।"এরপর কয়দিন কাকির সাথে তেমন কথা বার্তা হলো না। আমি কথা বলতে গেলেও দেখা গেলো খুব অল্প কথায় কাকি এড়িয়ে যাচ্ছে। ডিঊটিতে দিয়ে আসার সময়ও চুপ চাপ। বুঝলাম কাকির মন অনেক খারাপ।
Parent