বেরোতে বেরোতে শুনলাম বুচিদীদা বলছে। -এই মাগী দুটো। গাঁড় কেলিয়ে বসে না থেকে, চান করে নে তো। সারাদিন উদোম হয় বসে আছিস। চানটা সার। পুঁটি মা সাবান নিয়ে আয়। আমি মাখিয়ে দেবো।