মামার বাড়ি ভারি মজা - অধ্যায় ৫০
আমি: দাশুমামাকে কি বলবে?
পুঁটি: ও জানে। ওর সম্মতি ই আছে। হলে ওকেই বাবা বলবে।
আমি: বেশ সে হবে এখন। একদিন ফেলব। চলো এখন নীচে যাই।
পুঁটী: হ্যাঁ ভাগ্নে চলো।
প্যান্ট পরে নিলাম। পুঁটিমামী ল্যাংটো হয়েই নামল।
দিদিমা: হ্যাঁরে পূঁটি। আরাম হল?
পুঁটি: হ্যাঁ জেঠিমা।
মাসী: পুঁটি বোস।
পুঁটিমামী, মাসীর পাশে বসল।
মাসী: এই মাগী
মামী: হ্যাঁ ছোড়দি বলো।
মাসী: হ্যাঁরে, পূটিকে কিছু খেতে........
মামী: হ্যাঁ দিচ্ছি।
মামী: মিষ্টি দিল পুঁটিমামীকে।
দীপু এল পুঁটিমামীর কাছে।
দীপু: মা আমি মিস্তি খেয়েছি।
পুঁটি: তাই। খুর ভালো।
দিদিমা পুঁটিমামীকে বেশ কিছু টাকা দিল।
পুঁটি: কি হবে জেঠিমা?
দিদিমা: ছেলেটাকে কিছু কিনে দিস পুঁটি।
পুঁটিমামী টাকা নিয়ে দীপূর জামার পকেটে রাখল।
দীপু জামা, প্যান্ট পরে আছে।
মাসী: দেখিস পুঁটি। সাবধানে নিস। দীপু বাচ্ছা। পকেট থেকে পড়ে না যায়।
ল্যাংটো পুঁটিমামী দীপুকে কোলে নিয়ে চলে গেল।