মাশুল - অধ্যায় ৫
পরদিন সকালেই অন্তরা নীলিমা কাকিমার বাড়িতে চলে আসে। নীলিমা অবশ্য তার আগে দুবার ফোন করেছে অন্তরাকে। অন্তরা দেখে যে দিবাকর কাকু অফিসে বের হচ্ছে।নীলিমা অন্তরা কে ভিতরে নিয়ে যায়।
অন্তরা :কাকিমা তুমি আমাকে নিমন্ত্রণ করলে আর কাকু অফিসে চলে গেল?
নীলিমা :আরে তোর কাকুর তো আজ হাফ্ডে। দুপুরেই চলে আসবে। আমরা দুজনে ততক্ষণে রান্না করে ফেলবো। তারপর দুপুরে একসাথে খাবো।
অন্তরা :ওঃ তাহলে ঠিক আছে।
নীলিমা :তারপর বল নতুন নতুন বিয়ের পর খুব এনজয় করছিস। এই সময় ই তো আনন্দ করবি। করবি। নতুন বিয়ের পর বরেরা তো বউ কে কাছ ছাড়া করতেই চায় না। জানিস আমাদের বিয়ের পর তোর কাকু তো পুরো দেড় মাস ছুটি নিয়েছিল। তোর কাকুদের তো জয়েন্ট ফ্যামিলি। বাড়িতে সব সময় নতুন বউ এর পেছনে ঘুর ঘুর করলে কে কি ভাববে তাই অষ্ঠমঙ্গলা সেরে সোজা হানিমুনে। উফঃ কি মজাই না করেছি। আর তোর কাকু পারেও বটে। বৌ কে খুশী করার কত কলাকৌশল ই জানে। আচ্ছা অন্তরা অলোক তো একা শুধু মা আছে মানে তোর শাশুড়ি। তাহলে তুই খুব আনন্দ করছিস বল। আচ্ছা তোরা হানিমুনে কোথায় যাচ্ছিস?
নীলিমা এক নিঃশ্বাসে কথা গুলো বলে অন্তরার দিকে তাকায়। অন্তরা উদাসীন ভাবে চেয়ে আছে।
নীলিমা :কিরে আমাকে বলতে লজ্জা পাচ্ছিস। আরে তুই আমার থেকে বয়সে ছোট হলেও বিয়ের পর সব মেয়েরাই সমান হয়ে যায়।