মায়ের দ্বিতীয় সংসার - অধ্যায় ১৭

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/মায়ের-দ্বিতীয়-সংসার.16389/post-1562878

🕰️ Posted on Wed Jun 10 2020 by ✍️ sulekhasujoy (Profile)

🏷️ Tags:
📖 281 words / 1 min read

Parent
১৭তম পর্ব​ট্রেন চলছে দ্রুত ‌। মন সইছে না। কখন যাবো মায়ের কাছে। সন্ধ্যা হবো হবো। সামনের সিটের একটা ছেলে খাবে না তবুও তার মা তাকে জোর করে খাওয়াচ্ছে। সেটা দেখে মায়ের কথা মনে পড়ে গেল। মা আমায় কত আদর করে খাওয়াত। মাছ মাংস যাই হোক আমার মা আমায় সব থেকে ভালো খাবার টা আমায় দেয়। জোড় করে খাওয়াতো ,খেতে না চাইলে জোর করে তুলে খাওয়াতো। প্রতি রাতে দুধ এক গ্লাস না খেয়ে ঘুমাতে দিত না। সকালে ডিম দিত। আমার মা আমাকে খুব ভালোবাসে , পৃথিবীর সব মা ই তাদের ভালোবাসে। আমার মা কোন কাজ ই করতে দিত না।আমিও কোন কাজ করতাম না। আমার ‌বাবা এটা ওটা করতে বলতো ,মা করতে দিত না। আমিও করতাম না। একদিনের ঘটনা বাবা ব্যবসা করে ঘেমে এসেছে আমায় তার সেন্ডেল দিতে বলেছে আর এক গ্লাস পানি চেয়েছে ,আমি দি নাই । বাবা বলছে নিজের বাবার একটা কথা শুনবি না তুই কেমন ছেলে । মা এসে বলে - ভালো ছেলে আমার ছেলে। ছেলেকে মানুষ করছি তোমার জুতো সেন্ডেল ধরার জন্য। কুলি পেয়েছো আমার ছেলেকে!! সেই কি তুমুল ঝগড়া । বাবা বলছে পানি তো দিতে পারে । মা বলছে কিছুই দিবে না ,নিজে নাও কাজের ছেলে পেয়েছো। মায়ের ভালোবাসা দেখে আমি আসলে ভাগ্যবান। তাই তো সুজয় আব্বুর মত বর আম্মু কে দিলাম। ভাবতে ভাবতে সুজয় কাকার ফোন। - বিজয় তোর ফোনে কোন ভিডিও গেছে। -হ্যা। - ওটা ভুলে গেছে। ভিডিওটা ডিলিট করে দে। চাপে পরে চলে গেছে। আর তোর মাকে এটার কথা বলিস না যেন। কষ্ট পাবে। -আচ্ছা বাবা। -ঠিক আছে স্টেশনে এসে ফোন দিস । আমি থাকবো। তোর মা কে আবার পুজোয় নিয়ে যেতে হবে। বলে ফোনটা কেটে দিল। কিছু দিন আগে অপরিচিত ছিল‌। কাকা বলতাম এখন তাকেই বাবা বলতে হচ্ছে ট্রেন চলছে....আর বেশি সময় লাগবে না।
Parent