মেয়ের বন্ধু - অধ্যায় ১৩

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/মেয়ের-বন্ধু.30336/post-2352252

🕰️ Posted on Wed Dec 16 2020 by ✍️ Ranaanar (Profile)

🏷️ Tags:
📖 393 words / 2 min read

Parent
আবার কে এল দেখতে ওপর থেকে নীচে তাকালাম। দেখি শ্বেতা আর সাথে আরেকজন । শ্বেতা: আরতি। তোমার দাদা আছে। আরতি: হ্যাঁ ওপরের ঘরে। দুজনে সিঁড়ির দিকে আসতে আমি ঘরে চলে এলাম। এক মিনিট পরেই ডাক। শ্বেতা: কি সুমিতা আমি তাকালাম। আমি : আসুন। শ্বেতা আর আরেকজন একটু বয়স্ক ভদ্রমহিলা ঘরে ঢুকে বসল। শ্বেতা: আমার মা। মাধবী মিত্র। আমি কি বলব ভেবে পেলাম না। শ্বেতা: আমি একটা ব্যাপারে কথা বলত এসেছি। আমি : বলুন। শ্বেতা: শোন সুমিতা। আমার ছেলে দীপের তোমাকে খুব পছন্দ। আমি সেই ব্যাপারেই তোমার কাছে এসেছি। আমি হতবাক। আমি: মানে? শ্বেতা: মানে তোমার সাথে আমি দীপের বিয়ে দিতে চাই। আমি: কি বলছেন।আমার বৌ মেয়ে আছে। আমি চাকরি করি এক জায়গায়। শ্বেতা: সবই ঠিক থাকবে। আবার বিয়ে টাও হবে। অফিস যাবে। সবই একরকম থাকবে। তুমি এখানেও থাকবে। ওখানেও থাকবে। বাইরে তুমি সুমিত রায় ই থাকবে। আমরা কয়েকজন জানব যে তুমি সুমিতা সেন। আমি: কি বলছেন। শ্বেতা: যেটা শুনলে সেটাই বলছি। আমি ভাবছি কি ভাবে বারণ করব। এমনসময়। শ্বেতা: সুমিতা। মি: রবীন বিশ্বাসকে চেন? আমি : হ্যাঁ। উনি তো আমাদের অফিসের বস। শ্বেতা: আমি চাই না উনি জানুন বা তোমার চাকরির কোন সমস্যা হোক। আমি এবার দমেই গেলাম। বুঝলাম এরা বেশ তৈরী হয়েই এসেছে। আমি: পাঁচ বছর পর মণিকা ফিরে আসবে। শ্বেতা: তখন সব আগের মতো হবে। ফিরে এলে। এখন তো ফিরছে না। আমি: আমি একটু ভাবি। মাধবী এতক্ষণ বসে দেখছিল। মাধবী: শোন নাতবৌ। সর্বনাশ এ যে নাতবৌ বলে ডাকে। মাধবী: কাল গয়না আর ড্রেসেরমাপ হবে। তিনদিন বাদে আশীর্বাদ আর পরের রবিবার বিয়ে। আমি: মানে। শ্বেতা: আর হ্যাঁ। দীপ একটা কথা বলে দিয়েছে। আমি তাকালাম। শ্বেতা: সিট আপ টা কাল থেকেই স্টার্ট। সকালে। দিনে একশো। হেসে ফেলল দুজনে। মাধবী এসে আমারগাল টিপে দিল। মাধবী: না রে শ্বেতা। নাতির আমার পছন্দ আছে। ওরা চলে গেল। দুদিন পর শ্বেতা রাত আটটার সময় এলো এক ভদ্রমহিলাকে নিয়ে। ওপরের ঘরে এল। শ্বেতা: মিতা। তোমাকে সব বলেছি। অতএব সেই অনুযায়ী দেখ। মিতা: হ্যাঁ ম্যাডাম। মিতা আমার মাপ নিতে শুরু করল। আমি গেঞ্জি আর হাফপ্যান্ট পরে দাঁড়িয়ে। অস্বস্তি লাগলেও কি করব দাঁড়িয়ে আছি। কথাবার্তায় বুঝলাম ডিজাইনার । জামাকাপড় গয়না সব নাকি বানাবে। শ্বেতার সাথে কথা বলতে বলতেই মাপ নিচ্ছিল। আমি কি করি দাঁড়িয়ে রইলাম। মিতা মাপ নিয়ে দাঁড়াল। মিতা: ম্যাডাম। শ্বেতা: হ্যাঁ। মিতা: ড্রেস সব তো হল। গয়নাও হবে। কিন্তু এবার স্পেশাল ইনার আর গয়নার মাপ নিতে হবে যে। শ্বেতা: নাও। মিতা: মানে। শ্বেতা: মানে কি নিতে হবে তো? মিতা: হ্যাঁ। শ্বেতা: নো প্রবলেম । ওকে ল্যাংটো করে দাও।
Parent