মেয়ের বন্ধু - অধ্যায় ২৪
দীপ আমাকে কাকু বলত। এখন নাকি আমি তারই বৌ। কি অবস্থা। বসে আছি। এমন সময় মাধবী আর শ্বেতা এল।
মাধবী: শ্বেতা তোর বুদ্ধি মাঝে মাঝে কাজ করেনা নাকি?
শ্বেতা: কেন।
মাধবী: কেউ আসতে পারে। নাতবৌ। এদিকে আয়।আমি গেলাম। আমার ফ্রকটা ছাড়িয়ে প্রথমে আর্টিফিসিয়াল ব্রেস্ট টা পরিয়ে দিল। তারপর ফ্রক।
আমি আয়নায় দেখলাম। যে জানে না সে বুঝবে না যে আমি সুমিতা নই সুমিত।
পিয়ালি এল। সাথে ওরই বয়সী একটি মেয়ে।
পিয়ালি: সুমিতা।
আমি তাকালাম।
পিয়ালি: আমার বন্ধু সুপর্ণা। আর সুপর্ণা এই হল সুমিতা।
সুপর্ণা: বাঃ পিয়ালি তোর ভাইয়ের বৌতো খুব মিষ্টি দেখতে।
দু একটা কথা বলে ওরা চলে গেল।