ফাঁদ - এক নিষ্পাপ সতী গৃহবধূ - অধ্যায় ২৪
ফ্লশব্যাক শুরু
ইরার বিয়ের সময় ইরার একটা ছেলে বেস্টফ্রেন্ড এসেছিলো ইন্ডিয়া থেকে। তার নাম ছিলো রাজ। রাজ দেখতে ছিলো যথেষ্ট স্মার্ট অার হ্যান্ডসাম। রাজকে দেখলে যে কোনো মেয়েই তার প্রেমে পড়তে বাধ্য হবে। রাজ ছিলো ইরার ছোটবেলার বন্ধু। ইরা অার রাজ একসাথেই স্কুল-কলেজ কমপ্লিট করেছে। রাজ গ্রাজুয়েট শেষ করেই পুরো পরিবার সমেত ইন্ডিয়াই বসবাস করা শুরু করে। ওখানেই নাকি রাজের একটা বড়ো বিজনেস রয়েছে। তো রাজ অনেকদিন পর ইরার বিয়েতে দেশে ফিরে অাসে।
ইরা তখন রাজীবের সাথে রাজের এই বলে পরিচয় করিয়ে দেয় যে রাজ তার বেস্ট, বেস্ট, বেস্টের থেকেও বেস্ট ফ্রেন্ড। অনেক বেশি হ্যান্ডসাম অার ইরার অনেক ভালো বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে প্রথম দিনই রাজকে নিয়ে রাজীবের মনে একটা হিংসে তৈরি হয়। তবে রাজীব সেটা মুখে প্রকাশ করে না।
তো সেদিন ওদের বিয়ের দিনই রাজ ইরাকে গিফট হিসেবে একটা দামী লেহেঙ্গা সেট উপহার দেয়। রাজ চেয়েছিলো ওই লেহেঙ্গাটা যেনো ইরা নিজের রিসিপশনের দিন পরে। অার এদিকে রাজীব ও ইরার জন্য রিসিপশনে পরার একটা শাড়ী কিনেছিলো। রাজীব চেয়েছিলো ইরা যেনো তার কেনা শাড়ীটাই রিসিপশনে পরে। ইরা কোনটা পরবে সেটা নিয়ে দ্বিধায় পড়ে গেছিলো। একদিকে স্বামী অার একদিকে বেস্টফ্রেন্ড। ইরা তখন ভেবেছিলো রাজীব তো তার স্বামী। সারজীবনই স্বামীর পছন্দমতোই চলতে হবে অার অন্যদিকে রাজের সাথে ইরার অনেকদিন পর দেখা অাবার রাজ রিসিপশনের পরেই ইন্ডিয়া চলে যাবে। তাই অাবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই। এসব ভেবেই ইরা রাজের গিফট করা লেহেঙ্গাটা পরে রিসিপশনে অাসে, যেটা রাজীব একদমই মেনে নিতে পারে নি।
অার সব থেকে বেশী যেটা রাজীবের মনে জ্বলন অার রাগের সৃষ্টি করেছিলো, সেটা হলো রিসিপশনের দিক রাজ অার ইরার অতিরিক্ত মাখামাখি। ইরা যখন রাজের গিফট করা লেহেঙ্গা টা পরে রিসিপশনে অাসে তখন রাজ সেটা দেখেই ইরাকে বলে "" যথেষ্ট সেক্সি লাগছে দোস্ত তোকে""
কথাটা বলেই রাজ ইরার কোমরটা ধরে অাচমকা নিজের বুকে টেনে নেয়। তারপর রাজীবের সামনেই ইরার গালে তিন থেকে চারটা চুমু দিয়ে দেই। ইরা ও অনেক দিন পর তার বেস্টফ্রেন্ডকে পেয়ে তার পাশে থাকা নতুন স্বামীকেই ভুলতে বসেছিলো। রিসিপশনের দিন সারাটাক্ষন রাজ ইরার শরীরের সাথে মাখামাখি করেই ছিলো। কখনো ছবি তোলার বাহানায় ইরার নগ্ন কোমর চেপে ধরা, কখনো ইরার কাঁধের চারপাশে প্রেমিকে মতো হাত ঘুরিয়ে নিয়ে বেড়ানো অাবার কখনও ফাজলামু করতে করতে ইরার ফর্সা পেটটাকে খামচে ধরা সব গুলোই রাজীবের মনে হিংসে ও জ্বলনের সৃষ্টি করেছিলো।
তার পছন্দ করা শাড়ী রেখে বেস্টফ্রেন্ডের লেহেঙ্গা পরে নিজের স্বামীর সামনেই এরকম মাখামাখি করাটাই রাজীবের ইগো অনেক হার্ট হয়। তার পর থেকেই রাজীব ওই লেহেঙ্গাটা পরা নিষিদ্ধ করে দেয়। ইরা ও একজন পতিব্রতা নারীর মতো তার স্বামীর অাদেশটা গ্রহণ করে নেয়। তবে বিয়ের তিন বছর পর ইরা ভুলে একবার লেহেঙ্গাটা পরে ফেলেছিলো, সেটা দেখে রাজীবের সে কি জ্বলন। রাজীব সেদিন ইরার সাথে অনেক খারাপ ব্যাবহার করেছিলো অার টানা ১ মাস রাজীব ইরার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। ইরা খুব ভালো করেই বুঝে গেছিলো যে ওই লেহেঙ্গাটা নিয়ে রাজীবের অনেক সমস্যা। তাইত ইরা তার ভুল বুঝতে পেরে তারপর থেকে এত বছরেও কখনো ওই লেহেঙ্গাটা অার পরে দেখে নি। তবে যত্ন সহকারে নিজের কাছে রেখে দিয়েছিলো। তার একমাত্র বেস্টফ্রেন্ডের গিফট বলে কথা।
ফ্লাশব্যাক শেষ