ফাঁদ - এক নিষ্পাপ সতী গৃহবধূ - অধ্যায় ৩

🔗 Original Chapter Link: https://xforum.live/threads/ফাঁদ-এক-নিষ্পাপ-সতী-গৃহবধূ.103948/post-6405528

🕰️ Posted on Tue Mar 14 2023 by ✍️ Manali Bose (Profile)

🏷️ Tags:
📖 459 words / 2 min read

Parent
সব কিছুই তাদের ঠিকঠাক চলছে। তবে ইরা এই শহর থেকে কিছুটা মনোরম পরিবেশে বসবাস করার জন্য রাজীবকে প্রতিনিয়তই বলে। রাজীব ও ইরার এই কথা সাদরে গ্রহণ করে শহর থেকে দূরে একটা নির্জন জায়গার খোঁজ পাই। জায়গাটার নাম হল অচিনপুর। জায়গাটা একদমই মনোরম পরিবেশে ভরপুর। এলকাটার অর্ধেক লোকজনের থাকার জায়গা অার বাকী অর্ধেক হলো সবুজ বন-জঙ্গল অার পাহাড়ে ঘেরা। এগুলোর জন্যই অচিনপুর অনেক জনপ্রিয়। প্রতি বছর দেশ বিদেশ থেকে অনেক টুরিস্ট এই অচিনপুরের সৌন্দর্য উপভোগ করতে অাসে। তবে এই অচিনপুরে সেসব টুরিস্টদের থাকার জন্য ভালো কোনো হোটেলের ব্যাবস্থা নেই। এই সুযোগটারই ফায়দা উঠিয়ে ফেলে রাজীব সেন। বছর খানেক অাগে যখন রাজীব জানতে পারে যে ওইখানে ভালো কোনো হোটেল নেই। অার প্রতিবছর অনেক অনেক টুরিস্ট সেখানে ঘুরতে অাসে। কথাটা জানার পরপরই রাজীব একটা রিস্ক নিয়েই সেখানে একটা সেভেন স্টার হোটেল খোলার সিদ্ধান্ত নেই। কিছুদিনের ভিতরেই একটা ভাল প্লট কিনে সেখানে হোটেলের কাজ শুরু করে দেয়। গত ২ মাস হল হোটেলটা চালু হয়েছে। হোটেলের নাম তার সতী বউ ইরার নামে নামকরণ করা হয়। হোটেলটার নাম হল ইরাবতী সেভেন স্টার হোটেল। অার এই দুই মাসেই রাজীব ওই হোটেল থেকে অনেক ভাল মুনাফা কামাতে সক্ষম হয়েছে। তাই রাজীব সেখানে ইরাকে নিয়ে থাকার পরিকল্পনা করছে। তাইত কিছুদিন অাগেই রাজীব সেখানে একটা দোতলা বাড়ীও কিনে ফেলেছে। কালকেই তারা সব জিনিসপত্র নিয়ে অচিনপুরে রওনা দিবে। ওইখানে যাওয়ার জন্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র লাগবে সেগুলো অাজকে রাতে ইরা অার রাজীব দুইজন মিলে প্যাকিং করে ফেললো। অার এখানকার যেই দুইটা হোটেল রয়েছে সেখানে রাজীব অাজ দুই হোটেলের ম্যানেজার কে নিয়ে মিটিং করে সব কিছুর দায়িত্ব দিয়ে দিয়েছে। রাতে যখন প্যাকিং করা কমপ্লিট হয়ে গেলো, তখন রাজীব অার ইরা দুইজন দুইজনের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ঠোঁটে চুম্বন করল। তারপর রাজীব গিয়ে খাটের উপর শুয়ে পড়ল অার ইরা লাইটটা বন্ধ করে রাজীবের পাশে শুয়ে রাজীবের বুকে মাথা রাখল। "ডারলিং তুমি খুশি তো" (ইরার মাথায় হাত বুলোতে বুলোতে রাজীব বলল) ইরা - খুব খুশি ডারলিং। তবে একটা ভয় করছে। রাজীব - কিসের ভয়? ইরা - তুমি না বললে জায়গাটার অর্ধেকই নাকি বন-জঙ্গলে ঘেরা। তা ওখানে যদি কোন জংলি জানোয়ার হামলা করে বসে? রাজীব - অারে ধুর! কি যে সব ভাব। ওটা একটা টুরিস্ট স্থান। ওইখানে কোন খতরনাক জন্তু জানোয়ার নেই। অার তাছাড়া যদি কোন বিপদের অাভাস পাও তাহলে ৭৭৭ এ কল দিও,সাথে সাথে বন অধিদপ্তর থেকে পুলিশ চলে অাসবে। ইরা - হু তা তো দেবোই। কিন্তু ওইখানে তো তুমি ব্যাস্ত থাকবে। অামাকে তো সারাদিন একাই থাকতে হবে। রাজীব - অারে না ডারলিং! কি যে বল। অামরা যেখানে বাড়ী কিনেছি ওইখানে অারোও কিছু পরিবার অাছে। অার ওরা সবাই অতিথিপরায়ণ। অার ওকানে বাসার কাজকর্মের জন্য অামি একজনকে ঠিক করেও ফেলেছি। ইরা - ওকে তুমি যখন বলছ তাহলে সব ঠিকই হবে হয়ত। রাজীব - হ্যা সোনা চিন্তার কোন কারন নেই অামাদের বাড়ীর অাশেপাশেই ব্যাংক রয়েছে, পার্লার রয়েছে, ছোট্ট একটা বাজার রয়েছে। সব কিছুই হাতের নাগালে পাবে। ইরা - বাববা! ওই জঙলের ভিতর পার্লার অাবার ব্যাংক?
Parent