ফাঁদ - এক নিষ্পাপ সতী গৃহবধূ - অধ্যায় ৫
দাদাবাবু অাপনাদের জন্য কি লুচি তরকারি নিয়ে অাসবো?" (লোকটা রাজীবের দিকে তাকিয়ে কথাটা বললো)
রাজীব - হ্যা নিয়ে এসো। তবে তার অাগে কিছু জল নিয়ে অাসো তোমার বৌদি অনেক ক্লান্ত। একটু চোখমুখে পানি দিবে।
লোকটা তখন বসে থাকা ইরার দিকে তাকালো। ইরার মুখের দিকে তাকানোর পরেই চোখটা নেমে ইরার বুকের উপর চলে গেলো। কিন্তু বেশিক্ষন লোকটা ওইখানে দাঁড়াল না। সাথে সাথে লোকটা ওখান থেকে দৌড়ে গিয়ে একটা পাত্রে জল নিয়ে ইরার হাতে দিলো। ইরা তখন চোখমুখে পানি ছিটিয়ে খেতে বসল। খাওয়া শেষ করে ইরা অার রাজীব ওইখানে বসেই কিছুক্ষণ রেস্ট করার সিদ্ধান্ত নিলো। ঠিক তখনই সেই লোকটা অাবার ভিতরে এসে দাঁড়াল।
"তা দাদাবাবুরা কি শহর থেকে এসেছেন" (লোকটা ইরার দিকে তাকিয়ে রাজীবকে প্রশ্ন করল)
রাজীব -হ্যা অামরা শহর থেকে এসেছি অচিনপুরে যাওয়ার জন্য।
লোকটা - ও ঘুরতে যাচ্ছেন বুঝি?
ইরা তখন লোকটার দিকে ঘুরে তাকিয়ে বললো - অারে না ওইখানে অামরা বাড়ী কিনেছি। এখন থেকে ওখানেই থাকবো।
লোকটা ইরার কথাটা শুনেই একটু থতমত খেয়ে গেলো অার অনেকটা ভয় অাবাচ্ছিত মুখ নিয়ে ইরার দিকে তাকিয়ে রইল। লোকটার এরকম তাকানো দেখে ইরা অার রাজীবও দুইজন দুইজনের দিকে একটু অবাক হয়ে চেয়ে রইল।
"কি হলো তুমি এভাবে তাকিয়ে কেন অাছো" (রাজীব লোকটাকে প্রশ্ন করল)
রাজীবের কথা শুনে লোকটার একটু নড়ে চড়ে ইরার দিক থেকে চোখ ফিরিয়ে রাজীবের দিকে তাকালো।
"দাদাবাবু ওখানে ঘুরতে যাওয়া তো ঠিক অাছে। কিন্তু বাইরের কোন লোক ওইখানে থাকার চিন্তা ভাবনা করলে বেশিদিন টিকতে পারে না" (লোকটা একটা রোমাঞ্চকর দৃষ্টিতে কথাগুলো বললো)
রাজীব তখন জোরে জোরে হাসতে শুরু করে দিলো। কিন্তু ইরার মনে কেমন যেনো একটা ভয়ের সৃষ্টি হল। রাজীবের ওইরকম হাসি দেখে লোকটা ওইখান থেকে সরে গেলো।
"হ্যা গো অামরা যেখানে থাকতে যাচ্ছি সেই জায়গাটা ঠিকঠাক তো" (ইরা ভয় ভয় চোখে কথাটা বলল)
রাজীব - ওহ কামঅন ডারলিং এই লোকের কথায় ভয় পাচ্ছো দেখছি। কোনো প্রবলেম নেই ওখানে সব ঠিকঠাক।
ইরা - তারপরও লোকটার কথাটা একটু ভাল করে শুনেই দেখো না।
রাজীব - অারে ধুর এবার ওঠা যাক এখান থেকে। অার জাস্ট দুই ঘন্টার রাস্তা।
তখন রাজীব অার ইরা বিলটা মিটিয়ে সেখান থেকে চলে যেতে থাকলো।
"এই যে দাদাবাবু একটু শুনুন জলদি শুনুন" (লোকটা রাজীবদের পিছনে দৌড়াতে দৌড়াতে চিল্লাতে থাকলো।)
রাজীব অার ইরা পিছন থেকে কারোও চিল্লানো শুনে পিছন ফিরে দেখলো ধাবার ওই লোকটা দৌড়ে দৌড়ে এদিকেই অাসছে।
"দাদাবাবু অামার কথাটা কিন্তু মাথায় রাখবেন। অচিনপুর জায়গাটা অন্যরকমের। (লোকটা অাবারও রাজীবকে একইভাবে সাবধান করতে লাগলো)
রাজীব তখন রাগান্বিত চেহারা নিয়ে বললো - ওহ প্লিজ এইবার একটু থামো। তোমার কথা শুনে অামার ওয়াইফ অনেক ভয় পাচ্ছে।
লোকটা - অাচ্ছা দাদাবাবু অাপনারা যেটা ভাল বুঝবেন সেটাই করেন।
লোকটা তখন সেখান থেকে চলে গেলো। রাজীব অার ইরাও গাড়ীর ভিতর ঢুকে পড়লো।
"লোকটা কি বলতে চাচ্ছে সেটা তো একটু শুনতে পারতে" (ইরা রাজীবকে বলে উঠল)
রাজীব - প্লিজ ইরা এইবার একটু থামো। এরকম ভয় দেখানো লোকের অভাব হবে না। সবার কথা শুনতে গেলে কি চলবে? অামার প্রতি একটুও বিশ্বাস নেই নাকি তোমার।
ইরা - অাচ্ছা বাবা অাচ্ছা ক্ষমা করো।