ফুটবল দল - অধ্যায় ১৮
আমি ওপরে গেলাম ঘরে। ফ্রেস হয়ে হাফ প্যান্ট আর টি শার্ট পরে চেয়ারে বসে প্ল্যান করতে লাগলাম কিভাবে কি করা যায়।
একটু বাদেই কলকাকলি শোনা গেল। বুঝলাম আমার ফেয়ারীরা সব আসছে। দেখলাম সব ঘরে ঢুকলো। এক ঘন্টার মধ্যে ফ্রেস হয়ে নিল সবাই।
রমাদি বেল দিয়ে খেতে ডাকল।
গেলাম খেতে। গিয়ে দেখি বাকিরা সকলেই এসে গেছে। সবাই ছোট কালো ফ্রক পরে। সুন্দর লাগছে সবাইকে।
খেতে খেতে গল্প করছে সবাই। আমিও খাচ্ছি আর চুপ করে শুনছি। কে কি বলে। খাওয়া শেষ করে আমি উঠলাম। এবার প্লেয়ারদের নিজেদের সময়। আমি ঘরে গেলাম।
কাজ করছি এমন সময় সাতজনই এসে দাঁড়াল ঘরে।
নন্দিতা: স্যার। আমাদের একটা কথা আছে।
আমি: বলো
নন্দিতা: ডঃ পারমিতা রায় আমাদেরকে সব বলে গেছে।
আমি: আচ্ছা। তো
নন্দিতা: আমাদের একটা কথা আছে। আমি ক্যাপ্টেন বলে আমাকেই সবাই বলতে বলেছে।
আমি: বলো।
আজ রবিবার। আজ থেকে আমরা প্রতিদিন একজন করে রাতে তোমার সাথে শোবো।
আমি চুপ।
সকলে : হ্যাঁ।
প্রিয়া: নন্দিতা লটারি করবে।
লীনা: নন্দিতা ক্যাপ্টেন। ও রবিবার। আমরা সোম থেকে শণি।
আমি: কিন্তু
স্বান্তনা: কোন কিন্তু নয়।
নন্দিতা লটারি করল।
লাবনী সোমবার।
প্রিয়া মঙ্গলবার
সুনীতা বুধবার
লীনা বৃহস্পতিবার
স্বান্তনা শুক্রবার
রত্না শনিবার
নন্দিতা রবিবার।