পরদিন সকালে ঘুম ভাঙল। নন্দিতা চলে গেল ঘরে রেডি হতে। আমিও উঠে প্র্যাকটিসে যাবার জন্য রেডি হতে থাকলাম। মাঠে গিয়ে দেখি কেউ নেই। তবে সঠিক সময়ে ই প্লেয়ারদের আবির্ভাব হল। স্পোর্টস ব্রেসিয়ার আর হাফ প্যান্ট পরে।