পরদিন সকালে যথারীতি একইভাবে প্র্যাকটিস হল। দেখতে লাগলাম যাই হোক ফেয়ারীরা চেষ্টা করছে খেলাটাকে রপ্ত করতে। আর দেখলাম আমার কাজে সম্পূর্ণ নিজেদেরকে সঁপে দিয়েছে। আমার বকুনি ওদের কাছে আপনাদের বিষয়। যা বলছি অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করছে। না হলে বকুনিটাও মেনে নিচ্ছে।