ফুটবল দল - অধ্যায় ৩২
রাতে যেরকমভাবে সকলে খেতে বসি তাই বসলাম। খেতে খেতে গল্প হচ্ছিল বিভিন্ন রকম। দেখলাম ফুটবল নিয়ে ও এরা কথা বলছে। বুঝলাম যে বিষয়টি এদের মধ্যে ঢুকছে আস্তে আস্তে। খাওয়া ছেড়ে আমি উঠলাম।
আমি: ফেয়ারীস তোমরা গল্প করো। কিন্তু এখন নটা। সাড়ে নটার পর কিন্তু দেরী নয়। ওকে?
নন্দিতা: ঠিক আছে স্যার।
আমি ঘরে এসে হাফ প্যান্ট পরে বসে কাজ করছি। ঘড়ি দেখলাম সাড়ে নটা। বুঝতে পারলাম সকালে ঘরে ঢুকলো। একটু পরেই হালকা সম্মিলিত গলার আওয়াজ হল।
গুড নাইট সুনীতা।
সুনীতা: গুড নাইট।