ফুটবল দল - অধ্যায় ৩৫
রুটিনে বাঁধা জীবন চলছে। সকাল বিকেল প্র্যাকটিস আর সারাদিন কাটানো। সেদিন একবার বেরোলাম। দু একটা জিনিস কিনব বলে। মার্কেটে গিয়ে দেখলাম একটা ওয়ান পিস স্লিভলেস মিনি ফ্রক পাওয়া যাচ্ছে। দারুন লাগল। কালারটাও অসাধারণ। ব্ল্যাক। সাতটা কিনে নিলাম। ফেয়ারী দের জন্য।
ফিরে গিয়ে ফেয়ারীদের দিলাম। কি আনন্দ সকলের।
নন্দিতা: দারুন তো।
রত্না: কোথায় পেলে স্যার।
সকলে যেন বাচ্ছাদের মতো আনন্দ করতে লাগল।